Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু


২০ জুলাই ২০১৯ ১৬:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাট: বিদ্যুৎ সংযোগ নিয়ে দ্বন্দ্বের জের ধরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে জিয়াউল হক (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুলাই) সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিন উপজেলার শেকটা গ্রামে এই ঘটনা ঘটে।

জিয়াউল ওই গ্রামের মৃত জায়মুদ্দিনের ছেলে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় জিয়াউল হকের সঙ্গে তার চাচাতো ভাই আজিজুল ইসলামের কথা কাটাকাটি হয়। আজিজুলের বাড়ির ওপর দিয়ে বিদ্যুৎ সংযোগ নিতে চেয়েছিলেন জিয়াউল। কাটাকাটির এক পর্যায়ে আজিজুল লাঠি দিয়ে জিয়াউলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। তকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শনিবার জিয়াউল হককে রমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় জিয়াউলের স্ত্রী সুফিয়া বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন, বলেন মনসুর রহমান।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

আরো