Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোমে‌ পুলিশের ধাওয়ায় বাংলাদেশির মৃত্যু


১৯ জুলাই ২০১৯ ১৩:৫২

ইতালির রাজধানী রোমে পুলিশের ধাওয়ায় সিঁড়ি থেকে পড়ে প্রবাসী এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃতের নাম জব্বার ঢালী, সে পেশায় একজন হকার। তার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার ডিঙ্গামানিক ইউনিয়নের গোলার বাজার গ্রামে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় ভিয়া কাভুরে অবস্থিত হোটেল গ্র্যান্ড প্লাটিনোর বিপরীতে জব্বার ঢালীকে পুলিশ ধাওয়া করলে সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ কোন কারণে জব্বারকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে দৌঁড় দেয়ার সময় জব্বার সিঁড়ি থেকে পড়ে যান এবং মৃত্যুবরণ করেন।

এই খবর পেয়ে মৃতের ভাই ঘটনাস্থলে পৌঁছেন। কিন্তু ভাইয়ের মৃত্যু সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে গেলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এই ঘটনা পরপরই সেখানে বিপুল সংখ্যক বাংলাদেশি ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির শীর্ষ নেতারা উপস্থিত হোন। প্রবাসী জব্বার এর মৃত্যুতে রাজধানী রোমে শরীয়তপুরবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ মৃত জব্বার ঢালীর লাশ উঠিয়ে নিয়ে গেছে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

সারাবাংলা/ওএম

ইতালি পুলিশের ধাওয়া প্রবাসী বাংলাদেশির মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর