৭ম মৃত্যুবার্ষিকীতে হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা
১৯ জুলাই ২০১৯ ১২:৫১ | আপডেট: ১৯ জুলাই ২০১৯ ১২:৫৭
গাজীপুর: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে নুহাশপল্লীতে শ্রদ্ধা জানিয়েছেন পরিবার, ভক্ত ও সহকর্মীরা।
শুক্রবার (১৯ জুলাই) সকাল ১০টায় নুহাশ পল্লীতে হুমায়ূনের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান তার ভাই আহসান হাবিব, শাওনের বাবা ইঞ্জি. মোহাম্মদ আলী ও অসংখ্য ভক্ত। এ সময় দেশের বিভিন্ন জায়গা থেকে আসা হুমায়ূন ভক্তরা তার লেখা নিয়ে আলোচনা করেন।
হুমায়ূন আহমেদের ভাই আহসান হাবিব সাংবাদিকদের জানান, সব স্বপ্নই যে পূরণ হবে তা নয়, তবে হুমায়ূন আহমেদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। তার সব লেখাই প্রকাশিত হয়েছে। সর্বশেষ একটি ডাইরী ছিল সেটাও হয়েছে। এখন আর অপ্রকাশিত কোনো লেখা নেই।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নুহাশ পল্লীতে ফাতেহা পাঠ, মোনাজাত ও হিমু পরিবহনের র্যালীর মাধ্যমে তাকে স্মরণ করা হয়।
২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে মারা যান আধুনিক বাংলা সাহিত্যের এই বরপুত্র।
সারাবাংলা/জেএএম