Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনার মানুষ তৈরিতে কাজ করবে ‘হটলাইন কমান্ডো’: সোহেল তাজ


১৮ জুলাই ২০১৯ ২০:১৩ | আপডেট: ১৯ জুলাই ২০১৯ ০১:৪৫

ঢাকা: বাংলাদেশের মানুষের জীবনযাপনের অভ্যাস ও ধরন, স্বাস্থ্যগত সমস্যার কথা, খাদ্যাভ্যাস, বাসস্থান, কর্মপরিবেশ ও সামাজিক নানা সমস্যার সমাধান নিয়ে কাজ করার জন্য ‘হটলাইন কমান্ডো’ নামে এক রিয়েলিটি শো শুরু করতে যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই রিয়েলিটি শো’র বিষয়ে আলোচনা করেন সোহেল তাজ।

বিজ্ঞাপন

সোহেল তাজ বলেন, “রাজনীতির বাইরে থেকেও মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকে আমার এই পদক্ষেপ। বহুদিন ধরেই দেশের মানুষ শারীরিক ও মানসিক স্বাস্থ্য, জীবনযাপনের অভ্যাস ও ধরন, সচেতনতা ও দায়িত্ববোধের বিষয়গুলো নিয়ে আমি ভাবছিলাম। সে ভাবনা থেকেই জন্ম লাইফস্টাইল বিষয়ক রিয়েলিটি শো ‘হটলাইন কমান্ডো’।”

উদ্যোগটি গ্রহণের কারণ জানিয়ে তিনি বলেন, ‘রাজনীতি করতে হলে সুস্থ মানুষ দরকার, ৩০ লাখ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশে আমরা বাস করছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী। সেই সোনার বাংলার ৬০ শতাংশ লোক যদি অসুস্থ থাকে, তাহলে আপনি কী সোনার বাংলা গড়বেন? সোনার বাংলা গড়ার জন্য দরকার সোনার মানুষ, আর সোনার মানুষ তৈরি করতেই আমার এ উদ্যোগ।’


আরও পড়ুন :  লাইফস্টাইল শো নিয়ে আসছেন অরাজনৈতিক সোহেল তাজ


‘হটলাইন কমান্ডো’র কাজ করার ধরন সম্পর্কে সোহেল তাজ বলেন, ‘আমরা আমাদের টিম নিয়ে দেশের বিভিন্ন স্থানে গিয়ে নানা শ্রেণি-পেশার মানুষের দরজায় কড়া নাড়ব। জানতে চাইব তাদের টিমের বিশেষজ্ঞ সদস্যরা মানুষকে সচেতন করবেন এবং হাতে-কলমে সহায়তা করবেন জীবনযাপনের সহজ ও কার্যকর পথ বেছে নিতে। এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের ভেতরে যদি সচেতনতা বৃদ্ধি পায়, জীবনধারায় পরিবর্তন আসে, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে এবং আমরা ভবিষ্যতে আরও উৎসাহ পাব। দেশকে ফিট রাখতে হলে দেশের মানুষকে ফিট থাকতে হবে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের সন্তান সোহেল তাজ।

রাজনীতিতে ফিরে আসা বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, ‘আমি রাজনৈতিক পরিবারের সন্তান। রাজনীতি আমার রক্তে, রাজনীতি আমার পরিবারে। এ দেশ আমাদের রক্তের। তবে সক্রিয়ভাবে যে রাজনীতি, সেটা আমার এখন মনে হয় আর হচ্ছে না।’

তবে এ সময় দেশ এবং আওয়ামী লীগের যে কোনো প্রয়োজনে পাশে থাকার কথা জানান সোহেল তাজ।

সংবাদ সম্মেলনে দুর্নীতি বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, ‘যেকোনো দেশের উন্নয়নে মূল বাধা দুর্নীতি। শহীদ তাজউদ্দীনের সন্তান এবং বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে অবশ্যই আমি চাই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে। ব্যক্তিগতভাবে এই বিষয়ে আমি সবসময় সোচ্চার থাকবো। ’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত ভেরিফাই করা পেজে দেখানো টিজারে বাইক চালানোর সময়ে হেলমেট না পড়া প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, ‘হেলমেট পড়া নিয়ে আসলে গ্রামে কোনো বাধ্যবাধকতা নেই। তাও সেই পোস্টে একটি ডিসক্লেইমার দিয়েছি এবং সবাইকে হেলমেট ব্যবহার করার আহ্বান জানিয়েছি।’

রাজনীতি নিয়ে আরেক প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, ‘ সমাজ যদি প্রস্তুত না থাকে তবে সেখানে রাজনীতি কাকে নিয়ে করা যায়? সমাজকে গড়তে পারলে, মানুষকে গড়তে পারলে অটোমেটিক সব কিছুরই সমাধান চলে আসে। সমাজকে গড়াও রাজনীতির একটি অংশ।’

‘হটলাইন কমান্ডো’ অনুষ্ঠানটি শুধুমাত্র একটি টিভি শো’তে সীমাবদ্ধ না থেকে এটি স্কুল, কলেজসহ বিভিন্ন স্থানে সামাজিক বিষয়গুলো নিয়ে সচেতনতা বাড়ানোর কাজও করে যাবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘হটলাইন কমান্ডো’র টিম। এছাড়াও উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিকুর রহমান, স্পন্সরের পক্ষে উপস্থিত ছিলেন র‍্যাংগস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরীসহ অন্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি বেসরকারি টিভি চ্যানেলে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে ১৫ দিন অন্তরে। অনুষ্ঠানটি আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

সারাবাংলা/এসবি


আরও পড়ুন :

.   অভিষিক্ত হচ্ছে নতুন দল, মঞ্চে আসছে নতুন নাটক

.   যৌন দৃশ্য নিয়ে রাধিকার প্রশ্ন

.   আবারও ভুল পথে ক্যাট!

.   ৩৭—এও ষোড়শী প্রিয়াংকা চোপড়া

.   বুবলী বললেন তিনিই নায়িকা

.   সালমান-সুদীপ টেক্কা

.   সৌমিত্র চট্টোপাধ্যায় ও জিতের দখলে থাকবে শুক্রবারের সিনেমা হল

.   গল্প পরিবর্তনের কারণে নেই আমিন-মৌসুমী: খোকন


টপ নিউজ সামাজিক আন্দোলন সোহেল তাজ হটলাইন কমান্ডো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর