গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
১৮ জুলাই ২০১৯ ১৪:৩৯ | আপডেট: ১৮ জুলাই ২০১৯ ১৮:১০
রাজশাহী : রাজশাহীর পবা উপজেলায় স্ত্রীকে প্রকাশ্যে গলা কেটে হত্যা মামলায় স্বামী আয়নাল হককে (৩০) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর মহানগর দায়রা ও জজ আদালতের বিচারক এইচএম ইলিয়াস হোসাইন এ রায় দেন। রায় ঘোষণার সময় আয়নাল আদালতে উপস্থিত ছিলেন। ফাঁসির দণ্ড পাওয়া এই আসামি রাজশাহীর পবা উপজেলার বায়া ভোলাবাড়ি গ্রামের একরাম আলীর ছেলে।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আবদুস সালাম। তিনি সাংবাদিকদের জানান, ২০১৬ সালের ১৭ এপ্রিল সকালে পারিবারিক কলহের জের ধরে বাড়ির সামনে আয়নাল প্রকাশ্যে তার স্ত্রী সাফিয়া খাতুন ওরফে বুলবুলিকে (২৫) গলা কেটে হত্যা করেন। ঘটনার পর সেদিনই পুলিশ তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় শাহমখদুম থানায় মামলা করেন বুলবুলির বাবা জয়নাল আলী। আসামি নিজেও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় ২০ জনকে স্বাক্ষী করা হয়। আদালত তাদের সবার সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
সারাবাংলা/জেডএফ