মাদক সম্রাট এল চাপোর যাবজ্জীবন
১৭ জুলাই ২০১৯ ২১:৪২
মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল চাপো গুজম্যানকে (৬২) যাবজ্জীবন সাজা দিয়েছেন মার্কিন আদালত। অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে তাকে আরও বাড়তি ৩০ বছর জেল খাটতে হবে। খবর বিবিসির।
এল চাপো যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহের জন্য আলোচিত। তার বিরুদ্ধে মাদক চোরাচালন, মানি লন্ডারিংসহ ১০ অভিযোগ আনা হয়েছিল। স্থানীয় সময় বুধবার (১৭ জুলাই) নিউইয়র্ক ব্রুকলিনের একটি কোর্টে এল চাপোকে এই সাজা দেওয়া হয়।
তবে এল চাপো নিজেকে নির্দোষ দাবি করে আদালতকে জানান, তিনি ২৪ ঘণ্টা মানসিক যাতনা ভোগ করছেন। যেভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে তা অন্যায়।
এল চাপোকে গ্রেফতার করা হলে ২০১৫ সালে তিনি মেক্সিকোর একটি জেল থেকে পালিয়ে যান। পরবর্তীতে ২০১৭ সালে তাকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করা হয়।
এল চাপো তার শাস্তির বিরুদ্ধে আদালতে আপিল করবেন কি না, তা এখনো জানা যায়নি।
সারাবাংলা/ এনএইচ