Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু


১৭ জুলাই ২০১৯ ০০:৩২

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃতেরা হলেন, পাবনা জেলার চাটমোহর উপজেলার বাসিন্দা নিজাম উদ্দীন (৫৫) ও  খাইরুল ইসলাম (৩৫)।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান সারাবাংলাকে জানান, পাবনা থেকে এসে ওই দুইজন আনন্দনগর গ্রামে চুক্তিতে কৃষিকাজ করছিলেন। মঙ্গলবার দুপরে তাঁরা যখন মাঠে কাজ করছিলেন, তখন হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে তাদের ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/ওএম

ঝিনাইদিহ দুইজনের মৃত্যু বজ্রপাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর