‘মানব পাচারকারী চক্র চিহ্নিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে’
১৬ জুলাই ২০১৯ ১৫:৫৩ | আপডেট: ১৬ জুলাই ২০১৯ ১৫:৫৮
ঢাকা: সমুদ্রপথে অবৈধভাবে মানুষদের বিদেশ পাঠাতে সক্রিয় চক্রটিকে ধরতে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। মঙ্গলবার (১৬ জুলাই) জেলা প্রশাসক সম্মেলনে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ইমরান আহমেদ বলেন, সমুদ্র পাড়ি দিয়ে অবৈধভাবে যাওয়ার পথে অনেকে মারা যাচ্ছেন। এটা ঠেকানো কষ্টদায়ক। কারণ সমুদ্র তো পাহারা দিয়ে রাখা যায় না। তবে যে চক্রটি সমুদ্রপথে মানব পাচার করছে। এই চক্রটাকে চিহ্নিত করে ধরার পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের ঠেকাতে একটু সময় লাগবে।
বিদেশগামীরা যাতে গ্রাম ও শহরে দালাল চক্রের হাতে না পড়েন সে বিষয়ে জেলা প্রশাসকদের সাহায্য নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী জানান, গ্রাম ও শহর পর্যায়ে যে সমস্ত বিদেশগামী রয়েছেন, তারা যাতে দালাল চক্রের হাতে না পড়েন সেজন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। দালালরা গরিবদের টাকা লুটপাট করে খায়। তা যাতে করতে না পারে সেজন্য ডিসিদের সাহায্য চাওয়া হয়েছে।
বৈধভাবে বিদেশে চাকরি করতে গিয়ে যারা মারা যান তাদের সরকারি সাহায্যের বিষয়ে ইমরান আহমেদ আরও বলেন, যারা বৈধভাবে চাকরিতে গিয়ে মারা যান, তাদের লাশ আনতে সরকার ২০ হাজার টাকা দিয়ে থাকে। এছাড়া পরিবারকে ৩ লাখ টাকা দেওয়া হয় বলেও জানান তিনি। অবৈধভাবে বিদেশ গিয়ে কারও মৃত্যু হলেও সাহায্য করে সরকার।
তিনি জানান, সরকারিভাবে বিদেশে যাওয়ার বিষয়টি সহজ করা হচ্ছে। এক্ষেত্রে যাতে দালাল চক্র ঢুকে পড়তে না পারে, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। মোটকথা দালালদের এই সেক্টর থেকে বিতাড়িত করা হবে।
বর্তমানে যারা বিদেশগামী তাদের ডাটাবেজ চালু করা হয়েছে বলেও এসময় জানান মন্ত্রী। গ্রাম পর্যায়ে ব্যক্তিরাও তাদের গ্রামে এই নিবন্ধন করতে পারবেন।
সারাবাংলা/এএইচএইচ/এনএইচ
প্রবাসী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বিদেশগামী মন্ত্রী ইমরান আহমেদ