নরসিংদীতে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার
১৫ জুলাই ২০১৯ ০৩:২৯ | আপডেট: ১৫ জুলাই ২০১৯ ০৮:৩৬
নরসিংদী: জেলার মাধবদীতে স্ত্রীর অনুপস্থিতিতে ১২ বছরের এক কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা মমিনুলকে (৩৭) গ্রেফতার করেছে থানা পুলিশ। মমিনুল কুষ্টিয়া জেলার হরিনারায়ণপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (১৪ জুলাই) মাধবদীর আনন্দি এলাকায় অভিযান চালিয়ে মমিনুলকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজ কন্যাকে গত তিন মাসে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ স্বীকার করেছেন বলেও জানান মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।
তিনি বলেন, ‘ভুক্তভোগী ঐ কন্যাকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।‘
পুলিশ সূত্রে জানা যায়, পেশায় রাজমিস্ত্রি মমিনুল তার স্ত্রী জাহানারা বেগম এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীতে পড়ুয়া একমাত্র কন্যাসন্তানসহ আনন্দী এলাকায় ভাড়া থাকতেন। তার স্ত্রী টেক্সটাইল মিলে কর্মরত থাকায় প্রায়ই মেয়েকে বাসায় একা পেয়ে উত্যক্ত করতো মমিনুল। গত তিন মাস আগে ধর্ষণের বিষয়টি সামনে আসলে পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়।
পুলিশ আরও জানায়, রোববার (১৪ জুলাই) সকালে পুনরায় মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করলে মাধবদী থানায় মামলা দায়ের করেন কন্যাশিশুটির মা জাহানারা বেগম। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত মমিনুলকে গ্রেফতার করে।
সারাবাংলা/এসবি