Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুসরাত ও শিশু সায়মাসহ সব হত্যার দ্রুত বিচার দাবি


১২ জুলাই ২০১৯ ১৩:২৫ | আপডেট: ১২ জুলাই ২০১৯ ১৩:২৬

ঢাকা: শিশু সায়মা, সোনাগাজীর নুসরাতসহ সকল হত্যা ও নির্যাতনের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বিভিন্ন সংগঠন।

শুক্রবার (১২ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনগুলো।

সংগঠনগুলোর মধ্যে আছে, আনজুমানে রহমানিয়া মাইজভান্ডারি, মইনীয়া শিশু কিশোর মেলা, মইনীয়া যুব ফোরম এবং আনজুমান ও মইনীয়া যুব ফোরম।

মানববন্ধনে বক্তরা বলেন, সারাদেশে নারী-শিশুর প্রতি পাশবিক নির্যাতন বন্ধ, দেশ থেকে খুন সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক নির্মূলে বিশেষ ট্রাইবুনাল গঠন করে অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিচারহীনতার সাংস্কৃতি থাকায় দেশে বর্বরতার রাশ থামানো যাচ্ছে না। এ জন্য সরকারকে নিতে হবে কঠোর পদক্ষেপ।

বক্তরা আরও বলেন, বর্তমানে নারী ও শিশু নির্যাতন, খুন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদককে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে সরকারকে জরুরি ভিত্তিতে সমাধান করা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মাইজভান্ডারি দরবার শরীফের রাহবায়ে শরীয়ত ও ত্বরীকত শাহসূফী সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী, সিনিয়র সহসভাপতি প্রফেসর শাহ মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক খলিফা আজম শাহ মোহাম্মদ আসলাম হোসেন আল আজহারী, মুইনীয়া শিশু কিশোর মেলার নির্বাহী পরিচালক এ আলী আহমেদ ও খলিফা এ গাউসুল আজম শাহ মুফতি খাজা বাকী বিল্লাহ আজহারী মাইজভান্ডারীসহ অনেকে।

সারাবাংলা/এআই/এমআই

খুন নুসরাত সাইমা সামিয়া হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর