Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পিপল এন টেক’ এর কার্যক্রমের প্রশংসায় ঋতুপর্ণা সেনগুপ্তা


১২ জুলাই ২০১৯ ১১:৫০ | আপডেট: ১২ জুলাই ২০১৯ ১২:১৩

যুক্তরাষ্ট্রে বাঙ্গালিদের প্রতিষ্ঠিত করতে যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাদেশি তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান ‘পিপল এন টেক’ এর কার্যক্রমের প্রশংসা করেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তা। তিনি বলেন, ‘আমেরিকায় বাঙ্গালিদের আইটি ক্ষেত্রে চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করতে পিপল এন টেক যে কার্যক্রমগুলো পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসনীয়।’

মঙ্গলবার (৯ জুলাই) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির ওরিয়েন্টশন প্রোগ্রামে শিক্ষার্থীদের সাথে মত বিনিময়কালে এই কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকালে ঋতুপর্ণা সেনগুপ্তা পিপল এন টেকের ভার্জিনিয়া ক্যাম্পাসে ওরিয়েন্টশন প্রোগ্রামে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান পিপল এন টেকের প্রতিষ্ঠাতা ও সিইও আবুবকর হানিপ, প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ফারহানা হানিপ এবং এনআরবি কানেক্ট টিভির পরিচালক আরিফুল ইসলাম।

পিপল এন টেকের কার্যক্রমের প্রশংসা করে ঋতুপর্ণা সেনগুপ্তা বলেন, ‘আমেরিকায় বাঙালিদের আইটি ক্ষেত্রে চাকরি দিয়ে তাদের প্রতিষ্ঠিত করতে পিপল এন টেকের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি পাঁচ হাজারের বেশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ৮০ হাজার থেকে দুই লাখ ডলার বেতনের চাকরি দিয়েছে, যা অবিশ্বাস্য। পিপল এন টেক পরিদর্শনে না এলে আমি কখনোই তা বুঝতে পারতাম না।’

এসময় তিনি যুক্তরাষ্ট্রে বাঙালিদের প্রতিষ্ঠিত করতে কাজ করার জন্য আবুবকর হানিপকে ধন্যবাদ জানান। পাশাপাশি আইটি ক্ষেত্রে যোগ দিয়ে পেশাগত উন্নতির জন্য আমেরিকা প্রবাসী বাঙ্গালি ও ভারতীয়দের পিপল এন টেকের সাথে যোগাযোগের আহ্বানও জানান ঋতুপর্ণা।

বিজ্ঞাপন

এরপর অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তা আইটি প্রশিক্ষণরত শিক্ষার্থীদের সাথে আলাপচারিতায় মেতে ওঠেন। এসময় পিপল এন টেকের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। পিপল এন টেক প্রতিষ্ঠানটি কিভাবে তাদের পেশাগত জীবনকে পাল্টে দিয়েছে, ঋতুপর্ণাকে তা অবহিত করেন শিক্ষার্থীরা। তাদের সাথে প্রায় দুই ঘণ্টা আনন্দময় সময় কাটান তিনি।

প্রতিষ্ঠানটির সিইও আবুবকর হানিপ বলেন, ‘বিদেশে বিভূঁইয়ে প্রবাসীরা জীবন সংগ্রামে লিপ্ত। তাদের অনেকেই অড-জব করেন। আমরা তাদের আইটি প্রশিক্ষণ দিয়ে জীবন গড়ে দিতে সহায়তা করছি।’

প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ফারহানা হানিপ বলেন, ‘আমেরিকায় আমরা প্রবাসীদের আইটি প্রফেশনাল হিসেবে গড়ে তুলতে সহায়তা করছি। তাদের প্রতিষ্ঠিত করছি। আর আমাদের এই সাফল্য দেখতে এসেছেন দুনিয়াজোড়া প্রতিষ্ঠিত ব্যক্তিরা। এজন্য আমরা গর্বিত।’

প্রসঙ্গত, ঋতুপর্ণা সেনগুপ্তা ভারতের জনপ্রিয় একজন অভিনয়শিল্পী। ভারতের জাতীয় পুরষ্কারপ্রাপ্ত এ অভিনেত্রী বাংলা ও হিন্দি দুই ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তিনি দুইবার ফিল্মফেয়ার এওয়ার্ড ও বিএফজে, আনন্দলোকসহ অসংখ্য পুরষ্কারে ভূষিত হয়েছেন। তাছাড়া ঋতুপর্ণা সেনগুপ্তা বাংলাদেশের অসংখ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

সারাবাংলা/ওএম

ঋতুপর্ণা সেনগুপ্তা তথ্য প্রযুক্তি নিউইয়র্ক পিপল এন টেক বাংলাদেশি প্রতিষ্ঠান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর