Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের বৈঠক আজ


১২ জুলাই ২০১৯ ১০:২১

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে আজ (১২ জুলাই) শুক্রবা। বিকেল চারটায় উপদেষ্টা পরিষদ এবং বিকেল সাড়ে চারটায় কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হবে।

বুধবার (১০ জুলাই) আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বৈঠক দুটি অনুষ্ঠিত হবে। বৈঠক সভাপতিত্ব করবেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে সময়মতো বৈঠকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, এ দুটি বৈঠকে দলের আগামী সম্মেলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দলের অভ্যন্তরীণ সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হবে।

বৈঠকে উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা নির্বাচন করেছেন এবং যারা তাদের সমর্থন করেছেন, তাদের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত আসতে পারে।

এছাড়া, দলের নেতাদের সাংগঠনিক সফরের প্রতিবেদন নিয়েও কথা হতে পারে।

সারাবাংলা/এমআই

আওয়ামী লীগ বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর