Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ বছর ফ্লাইট বিপর্যয়ের সম্ভাবনা নেই: ধর্ম প্রতিমন্ত্রী


১০ জুলাই ২০১৯ ২১:৩৫ | আপডেট: ১০ জুলাই ২০১৯ ২১:৩৯

জাতীয় সংসদ ভবন থেকে: সংসদে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড. শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, ২০১৯ সালে বরাদ্দ বিমানের সব টিকেট বিক্রি হয়ে গেছে। তাই এ বছর বিমানের ফ্লাইট বিপর্যয়ের কোনো সম্ভবনা নেই।

বুধবার (১০ জুলাই) টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম আদিবা আনজুম মিতার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদকে এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকালে এ অধিবেশন শুরু হয়।

বিজ্ঞাপন

সংসদ সদস্য বেগম আদিবা আনজুম মিতার প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘বিমানের টিকিট ইস্যু করা সব ব্যক্তি যথাযথভাবে সৌদি আরব গিয়ে হজ পালন করতে পারেন। কোনো কারণে বিমানের ফ্ল্যাইট বাতিল হলেও বিকল্প বিমানে তাদের হজে পাঠানো হয়। এ বছর বিমানের সকল টিকিটি বিক্রি হয়েছে। তাই আশা করা যায়, এবার বিমানের ফ্লাইট বিপর্যয় ঘটবে না।

সংসদ সদস্য নূর মোহাম্মদের প্রশ্নের জবাবে শেখ মো. আব্দুল্লাহ বলেন, ‘প্রতিবছর সৌদি আরব যাওয়ার সময় হজযাত্রীরা মধ্যস্বত্ত্বভোগী অসাধু চক্রের কারণে যে হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছেন তার সঙ্গে কিছু কিছু হজ ও ওমরাহ এজেন্সি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। বাংলাদেশ ও সৌদি আরবে হজ অথবা ওমরাহযাত্রী অথবা অপর কোনো সংক্ষুদ্ধ ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে অপরাধ প্রমাণিত হলে জাতীয় হজ ও ওমরাহ নীতি অনুযায়ী শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

ফ্লাইট বিপর্যয় বিমানের টিকিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর