সাংবাদিক হাসান আরেফিনের ইন্তেকাল
৮ জুলাই ২০১৯ ১৯:৫৯ | আপডেট: ৮ জুলাই ২০১৯ ২০:০১
ঢাকা: জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাহী সদস্য ও দৈনিক নতুন কাগজের ব্যবস্থাপনা সম্পাদক হাসান আরেফিন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
সোমবার (৮ জুলাই) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
হাসান আরেফিনের ছেলে ফিরোজুল ফেরদৌস জানান, সকালে নগরীর মিরপুরের বাসায় তার বাবার বুকে ব্যাথা শুরু হলে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
হাসান আরেফিন স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তিনি ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের (পিজেএফ) প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া কর্মজীবনে তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন।
সোমবার জোহরের নামাজের পর জাতীয় প্রেসক্লাবে এবং পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
হাসান আরেফিনের ছেলে ফেরদৌস জানান, গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার জলিসা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে সাংবাদিক হাসান আরেফিনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
সারাবাংলা/এসআই/পিটিএম