Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লংগদু-দীঘিনালা সড়কে যান চলাচল স্বাভাবিক


৮ জুলাই ২০১৯ ১৯:২৯

রাঙ্গামাটি: লংগদু-দীঘিনালা সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। গত দু’দিনের টানা বর্ষণের কারণে সোমবার (৮ জুলাই) সকাল থেকে লংগদু-দীঘিনালা সড়কের চার-পাঁচটি এলাকায় পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, বৃষ্টিতে এই সড়কের আটারকছড়া, বামেছড়া, করেল্যাছড়ি ও রাঙাপানি এলাকায় সড়কের পাশের মাটি ধসে পড়ে। অন্যদিকে, তেঁতুলতলা এবং ডাঙ্গাবাজার এলাকায় সড়কে কোমর সমান পানি ওঠে পড়েছে।

পানি ও পাহাড়ধসের কারণে সকালে লংগদু থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের বাস ছেড়ে যেতে পারেনি। এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা বাসও ডাঙ্গাবাজার এলাকায় আটকা পড়ে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খাগড়াছড়ি জেলার উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, আনুমানিক ভোর ছয়টার দিকে দীঘিনালা-লংগদু সড়কের বিভিন্ন স্থানে সড়কের পাশের মাটি রাস্তায় পড়ে সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে সড়ক বিভাগের প্রচেষ্টায় বিকেল সাড়ে চারটায় যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়।

সারাবাংলা/এমও

দীঘিনালা যান চলাচল রাঙামাটি লংগদু

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর