আফগানিস্তানে গাড়ি বোমা হামলা, ১২ জনের মৃত্যু
৭ জুলাই ২০১৯ ১৩:৫৫ | আপডেট: ৭ জুলাই ২০১৯ ১৪:১০
আফগানিস্তানের গাজনি প্রদেশে গাড়ি বোমা হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও ৫০ জন। সরকারি মুখপাত্র এবং তালেবানের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
রোববার (৭ জুলাই) স্থানীয় সময় সকালে ব্যস্ততার ভেতর গাজনি প্রদেশের জাতীয় নিরাপত্তা অফিসের (এনডিএস) কম্পাউন্ডে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ৮ জন আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্য এবং ৪ জন সাধারণ নাগরিক।
আফগানিস্তানের তালেবান বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করেছে।
গাজনী প্রদেশের সরকারি মুখপাত্র আরিফ নূরী রয়টার্সকে জানিয়েছেন, আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ৮ জন নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু হয়েছে। তবে কোনো হামলাকারী মারা গেছে কি না তা এখনও জানা যায়নি।
প্রায় ২০ বছর ধরে চলে আসা দ্বিপাক্ষিক লড়াইয়ের ভেতর,শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে কাতারে আলোচনায় বসেছে আফগান সরকার এবং তালেবানের প্রতিনিধি দল। তার মধ্যেই প্রায় প্রতিদিনই আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে তালেবানের হামলাও অব্যাহত আছে।
সারাবাংলা/একেএম