Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে রেললাইনের ওপর কিশোরীর লাশ


৬ জুলাই ২০১৯ ২০:৩০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় রেললাইনের ওপর থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ওই কিশোরীর মৃত্যু হয়েছে ছুরিকাঘাতে।

শনিবার (৬ জুলাই) বিকেল ৫টার দিকে চান্দগাঁও থানার খেজুরতলা এলাকায় চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চট্টগ্রামের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘মেয়েটির শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বয়স ১৬-১৭ বছর হবে। রেললাইনের ওপর মরদেহটি পড়েছিল। স্থানীয়রা দেখে আমাদের খবর দেয়। মরদেহের পাশে একটি ছোট ব্যাগে কিছু কাপড় পাওয়া গেছে। তবে পরিচয় উদঘাটনের মতো কিছু পাওয়া যায়নি।’

‘মেয়েটিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে আমাদের ধারণা। হত্যার পর মরদেহ রেললাইনের ওপর ফেলে গেছে দুর্বৃত্তরা। যদি ট্রেন যেত তাহলে মেয়েটির শরীর ছিন্নভিন্ন হয়ে যেত। তখন ট্রেনে কাটা পড়ে ‍মৃত্যু হিসেবে গণ্য হতো। খুনি সম্ভবত সেই কৌশলই নিয়েছিল’, বলেন ওসি।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে পাঠানো হচ্ছে।

সারাবাংলা/আরডি/এটি

কিশোরী ছুরিকাঘাত হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর