Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক সপ্তাহে এরশাদের শরীরে ২৮ ব্যাগ রক্ত


৬ জুলাই ২০১৯ ১৮:১৮ | আপডেট: ৬ জুলাই ২০১৯ ১৮:৪৩

ঢাকা: ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শরীরে গত সাত থেকে আট দিনে ২৮ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার (৬ জুলাই) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

জিএম কাদের বলেন, ‘গত সাত থেকে আট দিনে উনাকে (এরশাদ) ২৮ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তারও আগে বিভিন্ন কারণে আরও ৮ ব্যাগ রক্ত দিতে হয়েছিল। এখন আর সে অবস্থা নেই। ’

এরশাদকে রক্ত দিতে হাজার হাজার মানুষ এসেছিলেন জানিয়ে তিনি আরও বলেন, ‘উনার (এরশাদ) জন্য ‘বি পজিটিভ’ রক্ত দরকার- টেলিভিশন স্ক্রল এবং অন্যান্য গণমাধ্যমে এমন খবর প্রচারের পর হাজারো মানুষ রক্ত দিতে হাজির হন। ব্লাডব্যাংকে মানুষ লাইন ধরে দাঁড়িয়েছিলেন। তবে বর্তমানে রক্তের আর দরকার নেই। প্রয়োজনে আবার রক্ত নেওয়া হবে। যারা এসেছিলেন তাদের নাম ও মোবাইল নম্বর রেখে দেওয়া হয়েছে।’

যারা হুসেইন মুহম্মদ এরশাদকে রক্ত দিয়েছেন এবং যারা দিতে এসেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানান জি এম কাদের।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘গতকাল ও পরশু উনাকে হেমো ডায়াফিলটারেশন ও হেমো পারফিউশন দেওয়া হয়েছে। এই দুটি দিয়ে তার শরীরে যে বাড়তি পানি, বিষাক্ত পদার্থ ও রোগ জীবাণু ছিল তা বের করা হয়েছে।’

জিএম কাদের বলেন, ‘ডাক্তাররা বলেছেন তিনি এখনও শঙ্কামুক্ত নন। অবস্থা আশঙ্কাজনক। যেকোনো সময় যেকোনো দিকে যেতে পারে। তবে চিকিৎসকরা জানিয়েছেন দু’দিনের চিকিৎসায় এরশাদের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। আরও দু’তিনদিনের মধ্যে ওনার অবস্থা আরেকটু উন্নতি হলে উনি স্বাভাবিক হতে পারেন।’

বিজ্ঞাপন

বিদেশে নিয়ে এরশাদের চিকিৎসার বিষয়েও জিএম কাদের কথা বলেন। তিনি বলেন, এখানকার ডাক্তাররা বলেছেন তারা চিকিৎসা করতে পারছেন। আধুনিক সকল সুবিধাই তাদের কাছে আছে। তবুও আমরা চেষ্টা করেছিলাম সিঙ্গাপুরের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করার এবং ই-মেইলে তাদের সকল ফাইল পাঠিয়েছিলাম। তারা বলেছেন এই অবস্থায় রোগীকে মুভ করানো ঠিক হবে না।

এদিকে শুক্রবার (৫ জুলাই) সারাদেশে মসজিদ-মন্দিরে এরশাদের রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: এরশাদের শারীরিক অবস্থার উন্নতি, তবে শঙ্কামুক্ত নন

রশাদের কিডনি ঠিকমত কাজ করছে না, শুভ লক্ষণ নয়: জিএম কাদের
এরশাদের অবস্থা আজও অপরিবর্তিত: জিএম কাদের
এরশাদ শঙ্কামুক্ত নন তবে গুজব ছড়াবেন না: জি এম কাদের
এরশাদকে দেখতে সিএমএইচে ওবায়দুল কাদের
এরশাদ সংকটাপন্ন, হাসপাতালে রওশনসহ নেতাকর্মীরা
‘ছাত্র সমাজ’ই এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়বে
আইসিইউতে চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন এরশাদ
এরশাদের রক্তে ইনফেকশন, এখনই বিদেশে নেওয়া যাচ্ছে না
এরশাদ আইসিইউতে

সারাবাংলা/এসএ/পিটিএম

এরশাদ চিকিৎসাধীন টপ নিউজ রক্ত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর