সিরাজগঞ্জে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ২
৬ জুলাই ২০১৯ ১২:১৩ | আপডেট: ৬ জুলাই ২০১৯ ১২:১৪
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ওভারটেক করতে গিয়ে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেওয়ার ঘটনায় অপর ট্রাকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও তিনজন।
শনিবার (৬ জুলাই) সকাল ৮ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা কাসেম মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকা কাসেম মোড় এলাকায় রাজশাহীগামী একটি জ্যাক ট্রাক সামনের একটি মিনি ট্রাককে ওভারটেক করার সময় দ্রুত বেগে ধাক্কা দেয়। এতে জ্যাক ট্রাকের কেবিনে থাকা ২ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হন চালকসহ আরও তিনজন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।
সারাবাংলা/পিটিএম