Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সতীনের মেয়েকে নদীতে নিক্ষেপ, সৎ মা আটক


৫ জুলাই ২০১৯ ১৮:৪৮

সিলেট: সিলেটে পারিবারিক কলহের জের ধরে ব্রিজের ওপর থেকে এক শিশুকে সুরমা নদী ছুড়ে ফেলে দিয়েছেন তার সৎ মা। এঘটনায় সালমা বেগম নামে ওই নারীকে আটক করেছে পুলিশ। আটক সালমা বেগম (২৮) সিলেট শহরতলীর ফতেহপুর গ্রামের জিয়াউল হকের স্ত্রী।

শুক্রবার (৫ জুলাই) বেলা আড়াইটায় শহরতলীর কুমারগাঁও ব্রিজে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে বিকেল সাড়ে ৫টায় পর্যন্ত মাহা বেগমকে (৫) খুঁজে পাওয়া যায়নি বলে সারাবাংলাকে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন আহমদ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে ঘটনাস্থল থেকে জালালাবাদ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুল ইসলাম সারাবাংলাকে জানান, পারিবারিক কলহের জের ধরে সতীনের পাঁচ বছর বয়সী মেয়ে মাহাকে নিয়ে কুমারগাঁও ব্রিজে আসেন সালমা বেগম। পরে ব্রিজের ওপর থেকে তাকে নদীতে ফেলে দেয়। এ দৃশ্য দেখতে পেয়ে উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। সালমা বেগমও তিন সন্তানের জননী।

এএসআই সাইদুল ইসলাম আরও জানান, শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করলেও বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

সারাবাংলা/এমএইচ

শিশুকে নদীতে নিক্ষেপ সৎমা আটক সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর