চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
৩ জুলাই ২০১৯ ১১:৩৬ | আপডেট: ৩ জুলাই ২০১৯ ১৩:৫৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
বুধবার (০৩ জুলাই) ভোর ৫টার দিকে পটিয়া উপজেলার জুলুরদীঘির পার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- সাতকানিয়া উপজেলার শীলঘাটা এলাকার সংঘদাশ বড়ুয়া (৭০) ও তার ভাইপো উত্তম বড়ুয়া (৪০)।
পটিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা সোমেন বড়ুয়া সারাবাংলাকে জানান, সংঘদাশ বড়ুয়া ছিলেন অটোরিকশার যাত্রী আর উত্তম বড়ুয়া ছিলেন চালক। অটোরিকশাটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘শ্যামলী’ পরিবহনের একটি বাস জুলুরদীঘির পার এলাকায় অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি প্রায় ৫’শ মিটার দূরে ছিটকে পড়ে এবং সামনের অংশ দুমরে-মুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে অটোরিকশার ভেতর থেকে যাত্রী সংঘদাশ বড়ুয়াকে মৃত অবস্থায় ও চালক উত্তম বড়ুয়াকে গুরুতর আহত অবস্থায় অবস্থায় উদ্ধার করেন। আহত উত্তম বড়ুয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
সারাবাংলা/আরডি/পিটিএম