Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে ঋণের বোঝা সইতে না পেরে ২ জনের আত্মহত্যা


৩ জুলাই ২০১৯ ০৯:১১

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও শহরের মাদরাসা পাড়া ও সরকার পাড়া মহল্লায় ঋণের বোঝা সইতে না পেরে নারীসহ এক ওষুধ ব্যবসায়ীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিহত দুজন হলেন- রুকসানা বেগম (৩৪) ও রেজাউল করিম রিজু।

মঙ্গলবার (২ জুলাই) সকালে শহরের মাদরাসা পাড়া এবং দুপুরে সরকারপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রুকসানা বেগম ও রেজাউল করিম রিজুর মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। ‘

নিহত রুকসানা বেগম শহরের মাদ্রাসা পাড়া মহল্লার রঞ্জু আলীর স্ত্রী। তার পরিবার জানায়, আশা, ব্র্যাক, আরডিআরএসসহ বিভিন্ন সংস্থা থেকে সে ঋণ গ্রহণ করে। এই ঋণের টাকা ঠিকমত পরিশোধ করতে না পারায় আত্মহত্যা করেছে।

অপর দিকে নিহত রেজাউল করিম রিজু জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। সে শহরের সরকাপাড়া মহল্লার ভাড়া বাড়িতে থাকত। দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করতেন রিজু। সম্প্রতি তিনি ঋণগ্রস্থ হওয়ায় হতাশায় ছিলেন। এই বোঝা সইতে না পেরে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানায়।

সারাবাংলা/পিটিএম

আত্মহত্যা ঋণের বোঝা ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর