Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইজারে ক্যাম্পে হামলায় ১৮ সৈন্য নিহত


২ জুলাই ২০১৯ ২০:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইজারের পশ্চিমাঞ্চলে সেনা ঘাঁটিতে সন্দেহভাজন ইসলামী জঙ্গিদের হামলায় অন্তত ১৮ সৈন্যের মৃত্যু হয়েছে। প্রথমে গাড়িতে করে এবং পরবর্তীতে মোটরবাইকে করে হামলা চালায় বন্দুকধারীরা। খবর বিবিসির।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছে। মালির কাছে বর্ডার অঞ্চলে হামলা চালানো হয় বলে জানানো হয়। পাল্টা হামলা চালিয়ে মার্কিন ও ফরাসি বিমান বাহিনী জঙ্গিদের হটিয়ে দেয়।

নাইজারসহ আফ্রিকার ওই অঞ্চলের দেশগুলোতে জঙ্গিদের উত্থান ঘটছে। মালিতে জঙ্গিদের উপস্থিতি বেশি হলেও জঙ্গিরা কখনো কখনো সীমান্ত এলাকা অতিক্রম করে নাইজারে চলে আসে ও হামলা চালায়।

বিজ্ঞাপন

বিদ্রোহী ও জঙ্গিদের দমনে ব্যস্ত ৫টি দেশের একটি নাইজার। বাকি দেশগুলো হলো, বুরকিনা ফাসো, চাদ, মালি ও মৌরতানিয়া। মে মাসে একই ধরনের হামলায় নাইজারে ২৮ সৈন্যকে হত্যা করা হয়।

নিরাপত্তা ও শান্তিরক্ষায় নাইজারে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে। কদিন পরই নাইজারে আফ্রিকান ইউনিয়নের সামিট অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এনএইচ