Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুম্বাইয়ে অবিরাম বৃষ্টিতে দেয়াল ধসে ১৮ জনের মৃত্যু


২ জুলাই ২০১৯ ১৪:৪১

প্রায় ২৪ ঘণ্টার অবিরাম বৃষ্টিতে ভারতের মুম্বাইয়ে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল সোমবার (১ জুলাই) রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর মালাদ অঞ্চলে দেওয়াল ধসে ১৮ জনের মৃত্যু হয়।

মঙ্গলবার (২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে প্রথমবারের মতো বৃষ্টি থামার খবর পাওয়া গেছে।

বৃষ্টিতে অন্তত ৪৫টি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া ঝড়ো হাওয়ায় গাছ পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে ১৩টি এলাকা। আঞ্চলিক দূর্যোগ ব্যবস্থাপনা সেলের বরাতে এ খবর জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের কারণে এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় মুম্বাইয়ে ৩৭৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা গত ৪৪ বছরেরর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০০৫ সালে মুম্বাইয়ে সর্বোচ্চ ৯৪৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছিল।

সারাবাংলা/একেএম

দেয়াল ধস বৃষ্টিপাত মুম্বাই মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর