গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে উবার চালককে হত্যা
৩০ জুন ২০১৯ ১৬:২৭ | আপডেট: ৩০ জুন ২০১৯ ২০:২৫
ঢাকা: উত্তরায় উবার চালক আরমানকে গলা কেটে হত্যার রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্য ওই চালককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করার পর এই তথ্য পাওয়া গেছে। আটককৃতরা হলেন- সিজান, শরীফ ও সজীব।
রোববার (৩০ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন এসব কথা জানান।
তিনি বলেন, ‘আটক সিজান আগে থেকেই গাড়ি ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। কিছুদিন আগে এক ব্যক্তির সঙ্গে আট লাখ টাকা মূল্যে একটি এলিয়েন গাড়ি বিক্রির চুক্তি হয়। পরে সিজান এলিয়েন মডেলের গাড়ি ছিনতাই করার পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় সিজানের বাসায় শরীফ ও সজীব মিলে পরিকল্পনা করে। পরিকল্পনামাফিক তারা ওই রাতেই নিউমার্কেটের একটি দোকান থেকে সুইচ গিয়ারের দুটি চাকু কেনে। পরে রাত ১১ টার দিকে সিজান বাড্ডার আফতাব নগর থেকে উবারের মাধ্যমে একটি গাড়ি ডাকে। কিন্তু সেই গাড়িটি এলিয়েন ব্যান্ডের না হওয়ায় তা বাতিল করে দেয়। ’
তিনি আরও বলেন, ‘এভাবে একের পর এক কল করার পর পঞ্চম কলে উবারের এলিয়েন গাড়ি পায়। রাত সাড়ে ১১টার দিকে সিজান সেই চালককে নিয়ে পূর্ব রামপুরার ইস্টার্ন হাউজিংয়ে এসে শরীফ ও সজীবকে নিয়ে উত্তরার উদ্দেশে রওনা হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের নিরিবিলি একটি স্থানে গাড়ি থামাতে বলে এবং উবার চালককে বিল পরিশোধ না করে সেখানে অপেক্ষা করতে বলে।’
আব্দুল বাতেন বলেন, ‘রাত সাড়ে বারোটার দিকে ওই স্থানটি নিরাপদ মনে করে সিজানের ইশারায় পেছনের সিট থেকে চালক আরমানের মাথার চুল পিছনের দিকে টেনে ধরে চাকু দিয়ে গলা কাটে। কিন্তু গলা কাটার পরও চালক আরমান গাড়ি সামনের দিকে টান দেয়। পরে গাড়িটি একটি দেয়ালের সাথে ধাক্কা খায়। ছিনতাইকারীরা চালক আরমান মরেনি ভেবে ও পরিবেশ অনুকূল না হওয়ায় গাড়ি রেখে পালিয়ে যায়। ’
উল্লেখ্য, গত ১৪ জুন উত্তরা পশ্চিম থানার ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ৭১ নম্বর বাড়ির সামনে একটি এলিয়েন গাড়ির ভেতর থেকে উবার চালক আরমানের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
সারাবাংলা/এসএইচ/পিটিএম