হাজারীবাগে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু
৩০ জুন ২০১৯ ০০:৩৯ | আপডেট: ৩০ জুন ২০১৯ ০০:৫১
ঢাকা: রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইয়াছিন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯জুন) রাত পৌনে ১১টার দিকে হাজারীবাগের বাংলা সড়ক এলাকায় এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ইয়াছিনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রাব্বি শিকদার জানান, ইয়াছিন মিয়া রায়েরবাজার নিমতলি এলাকায় একটি চায়ের দোকানদারি করতো। রাতে নিমতলি থেকে বাসায় ফিরছিল। পথে হাজারীবাগের জরিনা শিকদার স্কুলের পাশের গলিতে আসলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াছিনের পিঠে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
হাজারীবাগ থানার ডিউটি অফিসার (এসআই) চান মিয়া বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমএইচ