Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাল্টায় আওয়ামী লীগ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


২৯ জুন ২০১৯ ১০:২৭

ইতালি থেকে: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের মধ্য দিয়ে সম্প্রতি আওয়ামী লীগ এর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মাল্টা আওয়ামী লীগ।

প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন অনুষ্ঠানকালে নেতাকর্মীরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং মোনাজাতের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

উদযাপন অনুষ্ঠানে মাল্টা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আপেল আমিন কাওসার বলেন, ‘দেশের বাইরে আওয়ামী লীগের হাত শক্তিশালী করতে মাল্টা আওয়ামী লীগ সব সময় একাতবদ্ধ হয়ে কাজ করে যাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কেউ মিথ্যা অপপ্রচার করলে তাকে কোনভাবেই ছাড় দেয়া হবে না।’

শহিদ মাস্টার এর পরিচালনায় ও কাজেম আলী স্বপনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মাল্টা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকারিয়া মুন্সি, প্রফেসর সাইদুর রহমান, আকবর দেওয়ান, অরুন চন্দ্র কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক গাজী ফয়েজ, রাজিব দাস, আশরাফুল আলম, আইন বিষয়ক সম্পাদক কবির শিকদার, দপ্তর সম্পাদক আমানউল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।

সারাবাংলা/ওএম

আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী ইতালি উদযাপন মাল্টা আওয়ামী লীগ