স্বস্তির বৃষ্টিতে জলমগ্ন সিলেট
২৬ জুন ২০১৯ ২২:১৬ | আপডেট: ২৬ জুন ২০১৯ ২২:৩২
সিলেট: টানা কয়েকদিন তীব্র গরমের পর মঙ্গলবার (২৫ জুন) রাত থেকেই স্বস্তির বৃষ্টি হচ্ছে সিলেটে। বুধবার (২৬ জুন) সকাল থেকে বেড়েছে বৃষ্টির বেগ। ভারি বর্ষণে তলিয়ে গেছে নগরীর কয়েকটি এলাকা। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী।
এদিকে নগরীর প্রায় সব এলাকায় চলছে ড্রেন উন্নয়নের কাজ। আর এর মধ্যে বর্ষার মুষলধারের বৃষ্টি।এতে নগরীর প্রায় সব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে।
সিলেট ঘুরে দেখা গেছে, নগরীর পাঠানটুলা এলাকা সবচেয়ে বেশি জলমগ্ন হয়ে পড়েছে। ওই এলাকার সড়ক উপচে পানি ঢুকে পড়ে বাসাবাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। এতে চরম বিপাকে পড়েন ওই এলাকার মানুষ।
পাঠানটুলার আব্দুর রহিম সারাবাংলাকে বলেন, ‘বর্ষার প্রথম বৃষ্টিতে এলাকা তলিয়ে গেছে। সামনে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন পরিস্থিতি কি হবে, ভাবলেই আঁতকে উঠছি’।
ওই এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘বৃষ্টির পানি সড়ক উপচে আমাদের অনেকের বাসাবাড়িতে ঢুকে পড়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’
এছাড়াও সিলেট নগরীর ছড়ারপাড়, পুরানলেন, শেখঘাট, ঘাসিটুলা, কলাপাড়া, ভাতালিয়াসহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়।
এদিকে পাঠানটুলা এলাকার জলাবদ্ধতা পরিদর্শনে যান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। ওই এলাকায় জলাবদ্ধতার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসনে ছড়া ও খাল উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি নতুন ড্রেন নির্মাণের কাজ চলছে। এতে জলাবদ্ধতা অনেকটাই নিরসন হবে।
সারাবাংলা/পিটিএম