Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানের ২ যাত্রীর মৃত্যু


২৫ জুন ২০১৯ ১৫:২০ | আপডেট: ২৫ জুন ২০১৯ ১৫:৫৯

গাজীপুর: গাজীপুরে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানের ২ যাত্রী মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন।

সোমবার (২৪ জুন) দিনগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার পোড়াবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- কিশোরগঞ্জের নাঈম মিয়া (২৫) ও আলম (৮)। আহতদের পরিচয় জানা যায়নি।

হাসপাতাল সূত্র জানায়, সোমবার দিনগত রাত আড়াইটার দিকে পোড়াবাড়ি এলাকায় টঙ্গী থেকে মাওনা চৌরাস্তাগামী একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা ২জন যাত্রী মারা যায়। এতে আহত চারজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি শেখ মিজানুর রহমান জানান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ

গাজীপুর মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর