রোয়াংছড়িতে জেএসএস সমর্থককে গুলি করে হত্যা
২৫ জুন ২০১৯ ১২:৩০ | আপডেট: ২৫ জুন ২০১৯ ১২:৪৬
বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়িতে জনসংহতি সমিতির (জেএসএস) সর্মথক অংচিং চিং মারমাকে (৩৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৪ জুন) দিবাগত রাত দেড়টার দিকে রোয়াংছড়ির থোয়াইঙ্গ্যা পাড়ায় এ ঘটনা ঘটে। অংচিং চিং মারমা রোয়াংছড়ি থোয়াইঙ্গ্যা পাড়ার মংপ্রু থুই মারমার ছেলে।
স্থানীয়রা জানায়, জানায় রাত দেড়টার সময় কিছু অস্ত্রধারী উপজাতীয় সন্ত্রাসী অংচিং চিংকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পাড়ার পাশের একটি পাহাড়ে নিয়ে গুলি করে হত্যা করে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত দেড়টার দিকে থোয়াইঙ্গ্যা পাড়ার মংপ্রু থুই মারমার ছেলে অংচিং চিং মারমাকে গুলি করে হত্যার খবর পাই। সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সারাবাংলা/টিআর