Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট-ঢাকা রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে


২৪ জুন ২০১৯ ২২:১২

সিলেট: স্বাভাবিক হয়েছে সিলেট-ঢাকা রুটে রেল যোগাযোগ ব্যবস্থা। দুর্ঘটনার ১৯ ঘণ্টা পরে সোমবার (২৪ জুন) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রেলপথ বিভাগীয় প্রকৌশলী আহসান জাবিদ সারাবাংলাকে বলেন, দিনভর আমাদের কর্মীরা লাইন মেরামতে কাজ করেছে। ট্রায়াল ট্রেনও ওই রুটে ঘুরে এসেছে।

রোববার দিবাগত মধ্যরাতে কুলাউড়ার বরমচাল স্টেশনের কাছে একটি ব্রিজ পার হওয়ার সময় দুর্ঘটনা পড়ে উপবন এক্সপ্রেস। এতে ট্রেনটির সামনের ৬টি বাদে সবগুলো কোচ রেললাইন থেকে পড়ে যায়। এর মধ্যে একটি কোচ ব্রিজের নিচে খালে পড়ে যায়। এই দুর্ঘটনায় চার জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হন।

সিলেট মৌলভীবাজারের কুলাউড়ায় ঘটে যাওয়া মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনা তদন্তে এরইমধ্যে রেলওয়ের চার সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তিন কার্যদিবসে তাদেরকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরও পড়ুন
‘সিলেট মহাসড়ক বন্ধ থাকায় যাত্রী চাপ সামাল দিচ্ছিল রেল’

সারাবাংলা/এটি

বরমচাল রেল রেলসেতু সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর