বৈঠকে বসেছে ২০ দলীয় জোট
২৪ জুন ২০১৯ ২০:৩৯ | আপডেট: ২৪ জুন ২০১৯ ২২:৪১
ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক শুরু হয়েছে। সোমবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছিল।
জোট সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করতে আগামী চার সপ্তাহের মধ্যে বিএনপি বিভাগীয় পর্যায়ে কর্মসূচি পালন করতে যাচ্ছে। সেই কর্মসূচির সঙ্গে ২০ দলকে যুক্ত করতেই এ বৈঠক।
এছাড়া জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের অখণ্ডতা বজায় রেখে বিএনপি বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার যে উদ্যোগ নিতে যাচ্ছে, সে ব্যাপারেও সোমবারের বৈঠকে আলোচনা হতে পারে।
বৈঠকে উপস্থিত আছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান, জাতীয় পাটির্র জাফরুল্লাহ খান চৌধুরী, সাম্যবাদীর সাধারণ সম্পাদক ড সৈয়দ নুরুল ইসলাম, কল্যাণ পাটির্র সাধারণ সম্পাদক আমিনুল, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির শাহাদাৎ হোসেন সেলিম প্রমুখ।
সারাবাংলা/এসজে/পিটিএম