পদোন্নতিতে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান মন্ত্রিপরিষদ সচিবের
২৪ জুন ২০১৯ ১৭:৫১ | আপডেট: ২৪ জুন ২০১৯ ২০:৫৩
সরকারি কর্মকর্তাদের যোগ্যতা নয়, রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি দেওয়া হয়— ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তিনি বলেন, আমি এখনো টিআইবির প্রতিবেদন দেখিনি। গণমাধ্যমে এ বিষয়ে খবর এসেছে, সেটা জেনেছি। তবে টিআইবি গড়পড়তা যে বক্তব্য দিয়েছে, প্রকৃত চিত্র ঠিক তেমন নয়।
সোমবার (২৪ জুন) মন্ত্রিসভার বৈঠকের বৈঠক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় সচিব এ কথা বলেন। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
আরও পড়ুন- ৩ খসড়ায় অনুমোদন মন্ত্রিসভার
মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে বৈঠক নিয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। এসময় সাংবাদিকরা সরকারি চাকরিতে দুর্নীতি, পদোন্নতিতে অনিয়মসহ বিভিন্ন বিষয়ে টিআইবি’র সর্বশেষ প্রতিবেদন সম্পর্কে মন্তব্য জানতে চান সচিবের।
টিআইবি’র ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সরকার ক্ষমতা গ্রহণের পর নিজেদের লোককে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে পদোন্নতি দিতে গিয়ে প্রায়ই জ্যেষ্ঠতা, যোগ্যতা, অভিজ্ঞতা, মেধাকে অগ্রাহ্য করেন; আবার কর্মকর্তারা পদোন্নতির আশায় রাজনৈতিক আনুগত্য প্রদর্শনের দিকে ঝুঁকে পড়েন। মন্ত্রিপরিষদ সচিব এই অভিযোগ প্রত্যাখ্যান করেন।
টিআইবির প্রতিবেদনে আরও বলা হয়, সরকারি কর্মকর্তাদের পাঁচ বছর পর পর সম্পদের হিসাব দাখিল করার কথা থাকলেও তারা সেটা করেন না। এ বিষয়ে মোহাম্মদ শফিউল আলম বলেন, আমরা এই প্রতিবেদন দাখিল করে থাকি। সরকারি কর্মকর্তাদের চাকরির বিধিতেই বলা আছে, পাঁচ বছর পর পর তাদের কাছে চাওয়ামাত্র তারা সম্পদের হিসাব দাখিল করবেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আজকের মন্ত্রিসভার বৈঠকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি দ্রুততম হওয়ায় মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
মন্ত্রিসভার বৈঠকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। সচিব বলেন, পুরোনো ব্রিজগুলো পুনঃস্থাপন করা নিয়ে আলোচনা হয়েছে। এটি নিয়ে আগেও আলোচনা হয়েছে। ট্রেনটিতে অতিরিক্ত যাত্রী ছিল। র্যাব, বিজিবি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে। রেলপথমন্ত্রী জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেলযোগাযোগ স্বাভাবিক হবে। বাসস।
সারাবাংলা/টিআর