Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীর্ঘ ছুটি শেষে প্রাণ ফিরেছে রাবি ক্যাম্পাসে


২৪ জুন ২০১৯ ১৭:০১

একটানা ৪৭ দিনের দীর্ঘ ছুটির পর প্রাণ ফিরতে শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে। শুরু হয়েছে সব বিভাগের একাডেমিক কার্যক্রম। সোমবার (২৪ জুন) সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থান মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থীদের কোলাহলে।

দীর্ঘ ছুটির পর ক্যাম্পাসে ফেরার অনুভূতি জানতে চাইলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশিক আদনান বলেন, ‘এক মাসেরও বেশি সময় পর ক্যাম্পাসে ফিরেছি। একডেমিক কার্যক্রম শুরুর পাশাপাশি বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডাতেও বেশ মেতে উঠেছি।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার জানান, ক্যাম্পাস খোলার পর বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার বাসগুলোও বিভিন্ন রুটে চলাচল শুরু করেছে।

উল্লেখ্য, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ৮ মে থেকে টানা ৪৭ দিন ক্যাম্পাসে ছুটি শুরু হয়। এরপর রোববার (২৩ জুন) আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়।

সারাবাংলা/এমআই

ছুটি ফিরেছে প্রাণ রাবি ক্যাম্পাস শেষ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর