বান্দরবানে জিপ খাদে পড়ে ২ জনের মৃত্যু, আহত ৪
১৭ জুন ২০১৯ ২৩:২০ | আপডেট: ১৭ জুন ২০১৯ ২৩:৫৯
বান্দরবান: বান্দরবানের থানচিতে জিপ খাদে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও চার জন।
সোমবার (১৭ জুন) সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে থানচি উপজেলার বলিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. কালাম (৪০) ও সন্তুষ চাকমা (৪৫)। এর মধ্যে কালাম শ্রমিক ও সন্তুষ চাকমা কাপড় ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, বান্দরবান থেকে একটি জিপ ছয় জন যাত্রী নিয়ে থানচি যাওয়ার পথে বলিবাজারের কাছে নিয়ন্ত্রণ হারায়। এতে জিপি দুইশ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহত হন আরও চার জন।
দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়েরুল হক বলেন, জিপটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারানো দু’জনের মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/টিআর