Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যার পরে কীটনাশক খেয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা


১৭ জুন ২০১৯ ১৬:৩০

হিলি (দিনাজপুর): দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় রবিন মার্ডির (৬০) নামে এক ব্যক্তি শাবল দিয়ে আঘাত করে তার স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পরে তিনি নিজেও কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

রবিনের প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড। সোমবার (১৭ জুন) সকালে উপজেলার কালুপাড়া থেকে পুলিশ কিরিনা মুর্মুর (৪৫) মরদেহ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম সারাবাংলাকে জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে রবিন-মুর্মুর মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে রবিন শাবল দিয়ে কিরিনার মাথায় আঘাত করে, এতেই তার মৃত্যু হয়। মুর্মুর মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্ত্রীকে হত্যার পরে রবিন দানাদার কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ তাকে আটক করেছে। পুলিশি হেফাজতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এটি

আত্মহত্যার চেষ্টা হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর