Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে তরুণীর গায়ে দুর্বৃত্তদের আগুন


১৪ জুন ২০১৯ ০১:১৮ | আপডেট: ১৪ জুন ২০১৯ ০৮:৫২

নরসিংদী জেলা সদরে এক ফুলন রানী বর্মন (২১) নামের এক তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বৃহস্পতিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী সদর উপজেলার বীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধ তরুণীর বাবা জুগেন্দ্র বর্মন জানান, নরসিংদীর উদয়ন কলেজ থেকে গত বছর এইচএসসি পরীক্ষা পাশ করেছে। এখনো কোনো কলেজে ভর্তি হয়নি। রাতে বাড়ির পাশে একটি দোকানে মোবাইল ফোনে টাকা রিচার্জ শেষে বাসায় ফিরছিলেন ওই তরুণী। এ সময় দুইজন দুর্বৃত্ত তার হাত-মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে কেরোসিন ঢেলে শরীরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

জুগেন্দ্র বর্মন জানান, পরে মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে দেখে গেছেন।

জানা যায়, স্থানীয় প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল জুগেন্দ্র বর্মনের পরিবারের। এর জের ধরে মেয়ের শরীরে আগুন দেওয়ার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে মেয়েটির পরিবার। তবে যারা এ ঘটনাটি ঘটিয়েছে, তাদের কাউকেই চেনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন জুগেন্দ্র।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দগ্ধ তরুণীর শরীরের মুখসহ ১২ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/টিএস

নরসিংদী ফুলন রানী বর্মন

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর