২১ জেলায় নতুন পুলিশ সুপার
১৩ জুন ২০১৯ ১৮:৫৭ | আপডেট: ১৩ জুন ২০১৯ ১৯:১১
ঢাকা: পুলিশ সুপার পদে ২১ জেলায় বদলিপূর্বক নিয়োগ (এসপি) দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।
এর মধ্যে, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমারকে রংপুর জেলা পুলিশ সুপার, ওয়ারী বিভাগের উপ কমিশনার ফরিদ উদ্দিনকে সিলেট জেলা পুলিশ সুপার, কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মুহিবুল ইসলাম খানকে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পূর্ব) উপ-কমিশনার খোন্দকার নুরুন্নবী চৌধুরীকে ফেনী জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বদলি হওয়া অন্যান্য পুলিশ কর্মকর্তারা হলেন- রাজশাহী মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার আলমগীর হোসেনকে নোয়াখালীর পুলিশ সুপার, ডিএমপির উপ-কমিশনার হায়াতুল ইসলাম খানকে পিরোজপুরের পুলিশ সুপার, নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াস শরীফকে ডিএমপির উপ-কমিশনার, ঢাকা এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার সরদার মোহাম্মদ কায়সারকে ভোলার পুলিশ সুপার, ভোলার পুলিশ সুপার মোকতার হোসেনকে বরিশাল মেট্টোপলিটনের উপ কমিশনার, কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিমকে এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার, জয়পুরহাটের পুলিশ সুপার রশিদুল হাসানকে রাজশাহী মেট্টোপলিটনের উপ কমিশনার, পুলিশ সদর দফতরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরকে জয়পুরহাটের পুলিশ সুপার, ডিএমপির উপ কমিশনার মোহাম্মদ ইউসুফ আলীকে পঞ্চগড়ের পুলিশ সুপার, ঝালকাঠির পুলিশ সুপার জোবায়েদুর রহমানকে ডিএমপির উপ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম মেট্টাপলিটন পুলিশের (সিএমপি) উপ কমিশনার বেগম ফাতিহা ইয়াসমিনকে ঝালকাঠির পুলিশ সুপার, পঞ্চগড়ের পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদকে এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার, সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামানকে এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার, ৮ম এপিবিএন এর অধিনায়ক সৈয়দ মুসফিকুর রহমানকে এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার, নোয়াখালী (পিটিসি) পুলিশ সুপার সিহাব কায়সার খানকে ৮ম এপিবিএন এর অধিনায়ক, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমানকে রাজবাড়ীর পুলিশ সুপার, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলিকে ডিএমপির উপ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রাজবাড়ী, রংপুর ও তেজগাঁওয়ের পুলিশ সুপার পদের কর্মকর্তারা নির্বাচন কমিশনের নির্দেশক্রমে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনের পর নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
সারাবাংলা/ইউজে/এমও