Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবিকে হেলিকপ্টার চালানোর প্রশিক্ষণ দেবে রাশিয়া


৮ জুন ২০১৯ ১৯:১৭

ঢাকা: হেলিকপ্টার পরিচালনা ও রক্ষণাবেক্ষণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল স্টাফদের বিশেষায়িত প্রশিক্ষণ দেবে রাশিয়ান হেলিকপ্টারস। গত ৩০ মে মস্কোর রাশিয়ান হেলিকপ্টারসের সদর দফতরে এই প্রশিক্ষণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (৮ জুন) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত বছরের ১৮ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ ও রাশিয়ান হেলিকপ্টারসের মধ্যে দুইটি অত্যাধুনিক হেলিকপ্টার সরবরাহের চুক্তি হয়। সর্বাধুনিক প্রযুক্তির অটোপাইলটযুক্ত এই হেলিকপ্টারগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণে বিজিবির পাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল স্টাফদের বিশেষায়িত প্রশিক্ষণ দিতেই চুক্তিটি স্বাক্ষরিত হয়। রাশিয়ার উলান-উদের এভিয়েশন ট্রেনিং সেন্টার ও বাংলাদেশে এই প্রশিক্ষণ দেবে সংস্থাটি।’

এই প্রশিক্ষণের ফলে বিজিবি নিজস্বভাবে শক্তিশালী হবে বলেও জানান বিজিবির এই জনসংযোগ কর্মকর্তা।

বিজিবির পক্ষে মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এবং রাশিয়ান হেলিকপ্টারসের পক্ষে ডিরেক্টর (সেলস) আরটেম ফেটিসভ চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ ও রাশিয়ান হেলিকপ্টারসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/এমও

বিজিবি রাশিয়া হেলিকপ্টার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর