Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের স্কুলে আগুন, শিক্ষক ও ২ শিশুর মৃত্যু


৮ জুন ২০১৯ ১৮:০১

ভারতে দিল্লির কাছেই ফরিদাবাদের একটি স্কুলে অগ্নিকাণ্ডে তিন জনের মৃত্যু হয়েছে। তাদের দুজন শিশু ও একজন নারী শিক্ষক। শনিবার (৮ জুন) এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

আগুনের সূত্রপাত কিভাবে হলো তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে নিচতলায় কাপড়ের গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে। স্কুলটিতে গ্রীষ্মকালীন ছুটি থাকলে ভেতরে একটি পরিবার বসবাস করতো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অগ্নিদগ্ধ অবস্থায় আহতদের হসপিটালে নেওয়া হলে তারা সেখানে মারা যায়। তাদের উদ্ধার করতে গিয়ে দুজন দগ্ধ হয়েছেন।

স্থানীয় প্রশাসন জানায়, ভবনটি নির্মাণে ত্রুটি ছিল তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

সারাবাংলা/ এনএইচ

ভারত শিক্ষার্থীর মৃত্যু স্কুলে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর