Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলের অংশ চাঁদ, বাণীতে ট্রাম্প


৮ জুন ২০১৯ ১৪:৪৮ | আপডেট: ৮ জুন ২০১৯ ১৪:৪৯

একের পর এক ‍ভুল ও বিতর্কিত টুইট করে প্রায় আলোচনায় আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার তার নির্বুদ্ধিতার পাল্লাটা একটা বেশিই ভারি হয়েছে। কারণ টুইটারে ট্রাম্প লিখেছেন, চাঁদ নাকি মঙ্গলেরই অংশ!

শুক্রবার (৭ জুন) এক টুইটে ট্রাম্প বলেন, ‘নাসায় আমরা যে পরিমাণ অর্থ ব্যয় করছি, আমাদের চাঁদে যাওয়ার কথা বলা উচিত নয়। আমরা ৫০ বছর আগেই সেখানে গিয়েছি। নাসার উচিত মঙ্গল (চাঁদ যেটির অংশ), প্রতিরক্ষা, বিজ্ঞানসহ বড় বড় প্রকল্পে মনোনিবেশ করা।’

বিজ্ঞাপন

ট্রাম্পের এমন টুইটে হতাশা জানিয়েছে মার্কিনিরা। অনেকে ট্রাম্পের টুইটের জবাব দিয়ে বলেছেন, প্রেসিডেন্টের উচিত জ্যোতির্বিজ্ঞানের ক্লাসে ভর্তি হওয়া। কেউ কেউ আবার ছবি পাঠি ট্রাম্পকে দেখিয়েছেন কোথায় পৃথিবী, কোথায় উপগ্রহ চাঁদ আর কোথায় মঙ্গল!

প্রসঙ্গত ২০২৪ সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদে পুনরায় অবতরণের ঘোষণা দিয়েছে। সেই ঘোষণার জেরেই হয়তো চাঁদ প্রসঙ্গে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সারাবাংলা/এনএইচ

চাঁদ টুইট ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর