Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাস টার্মিনালে আজও ঘরে ফেরা মানুষের ভিড়


৬ জুন ২০১৯ ১৫:০৩ | আপডেট: ৬ জুন ২০১৯ ১৫:০৯

ঢাকা: ঈদের পরদিনও বিভিন্ন বাস টার্মিনালে ঘরমুখী যাত্রীরা ভিড় করেছেন। পরিবারের সঙ্গে ঈদ করতে যারা বাড়ি যেতে পারেননি কিংবা বাড়তি ভিড় এড়াতে চেয়েছিলেন তাদের অনেককেই আজ বাড়ি ফিরতে দেখা গেছে। ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীরাও বাস টার্মিনাল গুলোতে ভিড় করেছেন। অনেকেই আবার ঈদের ছুটি কাটাতে গ্রামে যাচ্ছেন।

বৃহস্পতিবার (৬ মে) রাজধানীর মহাখালী ও গাবতলী বাস টার্মিনালগুলোতে এসব যাত্রীর ভিড় চোখে পড়ে।

বিজ্ঞাপন

মহাখালীর এনা পরিবহনের কাউন্টারে দেখা যায় দীর্ঘ লাইন। কাউন্টারে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় ময়মনসিংহের যাত্রী আরেফিনের সঙ্গে। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী আরেফিন সারাবাংলাকে বলেন, ঢাকায় অফিসের কাজ ছিল। আবার বাসেও ভিড়ও ছিল। ঈদের পর দিন তাই ঈদ কাটাতে গ্রামে যাচ্ছি।

একই রুটের মুক্তাগাছার যাত্রী নয়ন সারাবাংলাকে বলেন, ঢাকায় পরিবারের সঙ্গে ঈদ করেছি। এখন নিজের গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছি।

এনা ট্রান্সপোর্টের সৈয়দ আতিকুল আলম সারাবাংলাকে বলেন, ঈদের আগে যেমন ভিড় ছিল আজও তেমনই ভিড়৷ তবে এখন পর্যাপ্ত গাড়ি আছে। আর রাস্তাঘাটেও জ্যাম নেই। অনেক যাত্রীই এখনো গ্রামে ফিরছেন।

কিশোরগঞ্জ রুটের অনন্যা পরিবহনের বাসগুলোতেই ভিড় দেখা গেছে। পাকুন্দিয়ার যাত্রী শিহাব বলেন, ফার্মগেটে আমাদের কাপড়ের দোকান রয়েছে। তাই ঈদ শেষ করে গ্রামের বাড়ি যাচ্ছি। কর্মচারীদেরও অনেকেই আজ যাচ্ছেন। অনন্যার কাউন্টার মাস্টার সাইফুল বলেন, যাত্রীদের তেমন চাপ নেই। তারপরও অনেকেই গ্রামে যাচ্ছেন।

নেত্রকোণার যাত্রী সামাদ বলেন, ঢাকায় ভাইয়ের কাছে বেড়াতে এসেছিলাম। অসুস্থ হওয়ায় ঢাকায়ই ঈদ করতে হয়েছে। তাই আজ গ্রামে ফিরছি। মহাখালী টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বাসের ক্ষেত্রে ময়মনসিংহ রুটের যাত্রীদেরই চাপ বেশি। তবে অন্যান্য রুটেও কমবেশি যাত্রী রয়েছে।

বিজ্ঞাপন

গাবতলী বাস টার্মিনালের হানিফ পরিবহনের ম্যানেজার জাকির মল্লিক সারাবাংলাকে বলেন, ঈদের পরদিন অনেকেই বাড়ি যাচ্ছেন। বিশেষত বরিশালের যাত্রী অনেক বেশি। আর সব রুটে পর্যাপ্ত বাস রয়েছে। রাস্তাঘাটেও যানজট নেই। টার্মিনালে বাড়ি ফেরা মানুষের আজ বেশ ভালো চাপ রয়েছে।

বেশি ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমরা বেশি ভাড়া আদায় করছি না। অন্য সময় বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে কম রাখি। এখন বিআরটিএর নির্ধারিত ভাড়াই রাখছি। ঈদ উপলক্ষে ৫০০ টাকার ভাড়া হয়তো ৫৫০ টাকা রাখছি, এ কারণেই অনেকেই অভিযোগ করছেন।

সারাবাংলা/ইএইচটি/ জেডএফ 

ঈদ ঘরমুখী মানুষ বাসযাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর