প্রধান ঈদ জামাত সাড়ে ৮টায়, জাতীয় মসজিদে প্রথম জামাত ৭টায়
৫ জুন ২০১৯ ০০:২৭ | আপডেট: ৫ জুন ২০১৯ ০৮:২৫
ঢাকা: মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার (৫ জুন) সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যময় পরিবেশে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। এই ঈদ উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়া, জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে অনুষ্ঠিত হবে পাঁচটি ঈদ জামাত। এর মধ্যে প্রথম জামাত অনুষ্ঠিত হবে ৭টায়।
তথ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য বিবরণীতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরে জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামায়াত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন মিরপুর জামেয়া আরাবিয়া’র শায়খুল হাদিস মাওলানা সৈয়দ ওয়াহীদুযযামান।
আরও পড়ুন- চট্টগ্রামে প্রধান জামাত জমিয়াতুল ফালাহ মাঠে সকাল ৮টায়
এদিকে, ঈদুল ফিতরে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
প্রথম জামায়াতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী, দ্বিতীয় জামায়াতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেম, তৃতীয় জামায়াতে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ড. মাওলানা মুশতাক আহমাদ, চতুর্থ জামায়াতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালীয়ূর রহমান খান এবং পঞ্চম ও শেষ জামায়াতে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাওলানা জুবাইর আহাম্মদ আল আযহারী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন- ২৫০ মিলিমিটার বৃষ্টিতেও জাতীয় ঈদগাহে জামাত সম্ভব
এদিকে, মঙ্গলবার রাত ১১টার দিকে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ দ্বিতীয় দফায় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে জানান, মঙ্গলবার সন্ধ্যায় কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার কিছু কিছু স্থানে চাঁদ দেখা গেছে। সেই হিসাবে বুধবার হবে ১ শাওয়াল। এদিন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। যদিও এর আগে, চাঁদ দেখা কমিটি সন্ধ্যায় বৈঠকে বসে বৈঠক শেষে জানায়, দেশের কোথাও চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর পালিত হবে বৃহস্পতিবার।
ফাইল ছবি
সারাবাংলা/টিআর