Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার


৪ জুন ২০১৯ ২০:৫১ | আপডেট: ৪ জুন ২০১৯ ২৩:৩০

ঢাকা: দেশের কোথাও ১৪৪০ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী পরশু বৃহস্পতিবার (৬ জুন) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এর মাধ্যমে এ বছরের মতো শেষ হবে একমাসের সিয়াম সাধনা। আর এই সিয়াম সাধনার উপহার হিসেবেই মুসলিম সম্প্রদায়ের ঘরে ঘরে আনন্দের ঝরনাধারা নিয়ে হাজির হবে ঈদ।

মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ ঘোষণা দেওয়া হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ সভায় সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

শাওয়াল

বৈঠক শেষে ব্রিফিংয়ে শেখ মো. আব্দুল্লাহ জানান, বাংলাদেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বুধবার (৫ জুন) হবে ৩০ রমজান, বৃহস্পতিবার হবে শাওয়াল মাসের প্রথম দিন। সেই অনুযায়ী বৃহস্পতিবার সারাদেশে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সভায় ১৪৪০ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সকল কার্যালয় এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত গৃহীত হয়, মঙ্গলবার ২৯ রমজান সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এ অবস্থায়, বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। প্রতিমন্ত্রী বলেন, আজ (মঙ্গলবার) রাতে মুসল্লিরা তারাবির নামাজ পড়বেন।

এর আগে, সোমবার (৩ জুন) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। সাধারণত সৌদি আরবে যেদিন চাঁদ দেখা যায়, বাংলাদেশে এর পরদিনই দেখা যায় চাঁদ। সেই হিসাবে মঙ্গলবার সৌদি আরবে ঈদ পালিত হওয়ায় বুধবার ঈদ উদযাপনের প্রস্তুতি ছিল দেশবাসীর।

বিজ্ঞাপন

এদিকে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুর, দিনাজপুর, নারায়ণগঞ্জ, বরগুনা, চাঁদপুর, শরীয়তপুর, কুমিল্লা, ভোলাসহ কয়েকটি জেলার শতাধিক গ্রামে মঙ্গলবারই পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এসব গ্রামের মানুষেরা সৌদি আরবের তারিখের সঙ্গে মিল রেখেই রোজাও শুরু করে থাকেন।

ঈদ জামাত

বৃহস্পতিবার ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া, জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে প্রথম ঈদ জামাত। পরে সকাল ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে আরও চারটি ঈদ জামাত।

সারাবাংলা/ইউজে/টিআর

ঈদুল ফিতর ঈদের চাঁদ শাওয়াল মাস শাওয়ালের চাঁদ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর