Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে ট্রাম্পের উষ্ণ শুভেচ্ছাবার্তা


৪ জুন ২০১৯ ১৬:২৬

বিশ্বে মুসলিম সম্প্রদায়ের প্রতি ঈদ-উল ফিতরের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৩ জুন) এক বিবৃতিতে মুসলিমদের শান্তি কামনা করেন তিনি। আনাদোলু নিউজ এজেন্সির।

ট্রাম্প বলেন, ‘এ পবিত্র দিনে যুক্তরাষ্ট্র ও সারাবিশ্বের মুসলিমদের সুযোগ এলো যারা কম সৌভাগ্যবান তাদের প্রতি দয়া দেখানো ও সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস দৃঢ় করার। প্রার্থনা ও ভ্রাতৃত্বের মাধ্যমে দায়বদ্ধতা দেখানো।’

বিজ্ঞাপন

ট্রাম্প বিবৃতিতে আরও জানান, তিনি ও ফার্স্ট লেডি মেলেনিয়া বিশ্বাস করেন ঈদ আনন্দ ও শান্তি বয়ে আনবে। মুসলিমরা সৃষ্টিকর্তার ভালোবাসা, ক্ষমা ও সদিচ্ছা অনুধাবন করতে পারবে।

প্রসঙ্গত, অধিকাংশ মুসলিম দেশে মঙ্গলবার (৪ জুন) ঈদ-উল ফিতর উদযাপিত হলেও শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে বুধবার বা বৃহস্পতিবার ঈদ পালিত হবে।

সারাবাংলা/এনএইচ

ঈদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছাবার্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর