‘অভিযানের আগেই ছিল বদলির আদেশ’
৪ জুন ২০১৯ ১৫:২০ | আপডেট: ৪ জুন ২০১৯ ১৬:৩১
ঢাকা: আড়ংকে জরিমানা করা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির আদেশ অভিযানের আগেই দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ। অভিযানের সঙ্গে বদলির ঘটনাকে ‘কাকতালীয়’ বলেও অভিহিত করেন তিনি।
জনপ্রশাসন সচিব বলেন, ‘এই ছেলে (মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার) প্রায় দুই বছরের বেশি সময় এখানে চাকরি করেছে। এখন একটা কাকতালীয় ঘটনা ঘটে গেছে। সে কিন্তু দুপুর একটার পরে এই অভিযান চালিয়েছে, নট বিফোর দ্যাট। আর আমরা ফাইলটি ডিসপোজাল করলাম…আমার অফিস তো আর জানতো না উনি এই সময়ে আড়ংয়ে অভিযানে যাচ্ছেন বা এই রকম একটা ঘটনা ঘটতেছে। আমি কিন্তু চূড়ান্ত অনুমোদনকারী ছিলাম সকাল ১০টা ২০ মিনিট ২৯ সেকেন্ডে। আর ফাইলটি কিন্তু গত ২৯ মে বিকাল ৩টা ৩৬ মিনিট ৪ সেকেন্ডে উত্থাপিত হয়েছিল।’
‘তারপরও যেহেতু জনমনে একটি নেতিবাচক প্রভাব পরতে পারে, সোশ্যাল মিডিয়াতে ঘটনা দেখে মাননীয় প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলে এটা আমরা বাতিল করে দিয়েছি’, বলেন সচিব।
এই বদলির সঙ্গে আড়ংয়ের ঘটনার কোনো সম্পর্ক ছিল না জানিয়ে সচিব বলেন, ‘একটা কাকতালীয় ঘটনা ঘটে গেছে যে, উনি ওখানে অভিযান করেছেন এবং সে খবর স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উনি (মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার) এটা নিজেও স্বীকার করবেন একইদিনে এই নথি উঠতেও পারে। এরকমও হতে পারে যে হয়তো সকালে উঠেছে, ই-ফাইলিং তো…।’
সচিব আরও বলেন, ‘আমি গাড়িতে চলতে চলতেও তো ই-ফাইলিং করি। গতকাল চূড়ান্ত পর্যায়ে জিও (সরকারি আদেশ) জারি হয়েছে দুপুর ২টা ৫২ মিনিট ৪৮ সেকেন্ডে। তখনও তো এই মোবাইল কোর্টের, আড়ংয়ে অভিযানের খবরই জানি না।’
সোশ্যাল মিডিয়াতে যেভাবে বিষয়টি এসেছে, সেটা ঠিক নয় জানিয়ে ফয়েজ আহম্মদ বলেন, ‘আপনাকে আমি সব কথা বলতে পারি। আপনার হোয়াটস অ্যাপ থাকলে ই-ফাইলিংয়ের, আমাদের নথির যে কার্যক্রম সেটা আপনাকে পাঠাতে পারি।’
আড়ংকে জরিমানা করা সেই কর্মকর্তার বদলির আদেশ বাতিল
তিনি আবারও জানান, গত ২৯ মে এই বদলির আদেশ হয় ই-ফাইলিংয়ের মাধ্যমে। এরপর ২৯ মে বিকাল ৩টা ৩৬ মিনিট ৪ সেকেন্ড এই ফাইল উপস্থাপন করা হয়। উপ-সচিব ৪টা ৫৫ মিনিটে সাইন করেন, যুগ্ম-সচিব করেন ৪টা ৮ মিনিট চার সেকেন্ডে, অতিরিক্ত সচিব সাইন করেন ৪টা ৩৪ মিনিট ২০ সেকেন্ডে।
সচিব বলেন, ‘এরপর এই ফাইলটি আমার কাছে পাঠানো হয় বিকাল ৪টা ২০ মিনিটে। পরবর্তী দিনে প্রচণ্ড ব্যস্ত থাকার কারণে আমি দেখতে পারিনি। তারপর দুইদিন বন্ধ ছিল। গতকাল ৩ জুন সকাল ১০টা ২০ মিনিট ২৯ সেকেন্ডে এই ফাইলের অ্যাপ্রুভাল দেই। কেবল এই একটা কেস না, আরও অনেকগুলো অর্ডার হয়েছে।’ এটা একটা রুটিন ওয়ার্ক বলেও মন্তব্য করেন সচিব।
সারাবাংলা/জেএ/এমও
আড়ং উত্তরা আড়ং জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন সচিব বদলির আদেশ মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার