Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ উপলক্ষে দেশবাসীকে এরশাদের অভিনন্দন-শুভেচ্ছা


৩ জুন ২০১৯ ১৯:৩৬

ঢাকা: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক বার্তায় তিনি বলেন, ‘মুসলিম বিশ্ব সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর। রমজানের দীর্ঘ একমাস কঠোর সিয়াম সাধনার পর ঈদ হলো পুরস্কার। তাই শাওয়ালের চাঁদ আমাদের মাঝে নিয়ে আসে খুশি ও আনন্দের ফল্গুধারা। পবিত্র ঈদুল ফিতর-আমাদের ধনী-দরিদ্র, উঁচু-নিচুর ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে।’

বিজ্ঞাপন

বিরোধী দলীয় নেতা বলেন, ‘আশা রাখি দেশের দুঃস্থ, দরিদ্র ও সঙ্গতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সমাজের বিত্তবানরা। ঈদের এই আনন্দকে সবার মাঝে ছড়িয়ে যাবে।’

শান্তি ও সম্প্রীতি কামনা করে এরশাদ বলেন, ‘ঈদ আমাদের সকলের জন্য শান্তি ও সৌহার্দের বার্তা নিয়ে আসে। তাই সময় এসেছে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার।’ এসময় তিনি মহান আল্লাহর কাছে দেশ ও দেশবাসীর মঙ্গলের জন্য মোনাজাত করেন। এছাড়া জাতির কল্যাণে আত্মনিয়োগ করার জন্য জনগণের প্রতিও আহ্বান জানান তিনি।

সারাবাংলা/এএইচএইচ/এমও

ঈদ এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর