Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট-সুনামগঞ্জ সড়কে ধর্মঘট, বিপাকে ঈদে ঘরমুখো যাত্রীরা


৩ জুন ২০১৯ ১৬:২৪

সিলেট: সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চালুর প্রতিবাদে ধর্মঘট পালন করছে সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার (০৩ জুলাই) সকাল ৭টা থেকে এই রোডে বাস চলাচল করছে না। তাই ঈদের ছুটিতে ঘরমুখো যাত্রীরা বিপাকে পড়েছেন।

এদিন সকাল থেকে সিলেট, সুনামগঞ্জ, ছাতক, দিরাই ও জগন্নাথপুরসহ আন্তঃজেলার অন্তত চার শ বাস চলাচল বন্ধ আছে। তবে লেগুনা, সিএনজি ও মাইক্রোবাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

শ্রমিক নেতারা জানান, সোমবার থেকে বিআরটিসির ৪টি বাস এক ঘণ্টা পর পর সিলেট-সুনামগঞ্জ সড়ক দিয়ে চলাচলের সিদ্ধান্ত রয়েছে। বিআরটিসির এ সিদ্ধান্তের কারণে পরিবহন মালিক ও শ্রমিকরা ক্ষতির মুখে পড়বে। এছাড়া জেলার পরিবহন সেক্টরেও নৈরাজ্য দেখা দেবে। তাই সিলেট সুনামগঞ্জ সড়কে আকস্মিকভাবে বিআরটিসি বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়ায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, বাস বন্ধ থাকায় দুই-তিন গুন বেশি ভাড়া দিয়ে সিএনজি অটো-রিকশা ও লেগুনায় মানুষ বাড়ির পথে ছুটছেন। ঝুঁকিপূর্ণ সড়কে অতিরিক্ত অটো-রিকশা ও লেগুনা এভাবে চলাচল করলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

সারাবাংলা/ এনএইচ

ঈদযাত্রা সড়ক দুর্ঘটনা সিলেট

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর