একদিনে সড়কে গেল ১৭ প্রাণ
২ জুন ২০১৯ ২১:৩১ | আপডেট: ২ জুন ২০১৯ ২১:৩৫
দেশের চার জেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। রোববার (২ জুন) সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, বগুড়া ও নাটোরে এসব দুর্ঘটনা ঘটে। এতে আরও প্রায় ২৮ জন আহত হয়েছেন।
বিভিন্ন জেলা থেকে সারাবাংলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন—
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাবনা এক্সপ্রেস পরিবহনের একটি বাসচাপায় বিপরীত দিক থেকে আসা হিউম্যান হলারের চালক ও সাত জন যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আহত আরেক যাত্রী। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (২ জুন) দুপুর পৌনে ১টার দিকে উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নে ঢাকা-নগরবাড়ী হাইওয়ের বোয়ালিয়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ সারাবাংলাকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি পাবনায় যাচ্ছিল। পথে শাহজাদপুর থেকে সিরাজগঞ্জগামী একটি হিউম্যান হলারকে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে আট জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান আহত আরও এক যাত্রী। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি বলে জানান ওসি।
সুনামগঞ্জ
সুনামগঞ্জে বাসের ধাক্কায় হিউম্যান হলারের ৬ যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৫ মাসে সড়ক দুর্ঘটনায় ১৮৯০ জনের মৃত্যু, আহত ৩৫৪৩
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন উর রশিদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত তিনজনকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী দু’জনই পালিয়ে গেছে।
বগুড়া
জেলার শাজাহানপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের মৃত্যু হয়েছে। নিহত ট্রাকচালক বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা রেজাউল করিম (৩৫)।
রোববার (২ জুন) দুপুর ২টায় উপজেলার আড়িয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দি বিষয়টি নিশ্চিত করেছেন।
নাটোর
নাটোরের মহিষভাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মারিয়া তার বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়ি যাচ্ছিল ঈদ করতে। রোববার (২ জুন) সকাল ১০টায় বনপাড়া-হাটিকুমরুল মহসড়কের মহিষভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ডিএমপির কদমতলী থানা সাব ইন্সপেক্টর আব্দুল জলিলের মেয়ে।
সারাবাংলা/এসএইচ/এমও