Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ


২ জুন ২০১৯ ১৩:৪৭

সিলেট: হবিগঞ্জের রশিদপুর এলাকায় একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রোববার (২ জুন) সকাল সোয়া ১০টার দিকে রশিদপুরে লাইনচ্যুত হয় কুশিয়ারা এক্সপ্রেস।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার কাজী শহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সারাবাংলাকে স্টেশন ম্যানেজার বলেন, কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া থেকে সিলেট যাচ্ছিল। পথে রশিদপুরে পৌঁছলে ট্রেনটি লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুপুর ১টার দিকে উদ্ধারকারী দল এসে কাজ শুরু করে। কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক হতে বিকেল হয়ে যাবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

রেল যোগাযোগ লাইনচ্যুত সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর